আঙ্কারা, ১৪ মে – তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। রোববার তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এদিন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সুলতান কোসেন।
৮ ফুট ৩ ইঞ্চি উচ্চতার সুলতান কোসেন তার ভোটটি দেন মার্দিনের দেরিকের একটি ভোটকেন্দ্রে। খবর আল-জাজিরার
ভোট দেওয়ার পর সুলতান কোসেন বলেন, ‘আমি আমার দেশের জন্য সবচেয়ে ভালো হোক সেটাই প্রত্যাশা করছি ইনশাআল্লাহ।’
সুপার হাবার নামের একটি টুইটার অ্যাকাউন্টে কোসেনের একটি ছবি প্রকাশ করা হয়। ওই ছবির শিরোনামে লেখা হয়েছে, ‘সুলতান কোসেন। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খ্যাতিপ্রাপ্ত, ভোট দিয়েছেন। বুথের পর্দা তার উচ্চতার জন্য পর্যাপ্ত ছিল না।’
এদিকে তুরস্কে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে আইন অনুযায়ী, রাত ৯টার আগে কোনো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা যাবে না।
সূত্র: সমকাল
আইএ/ ১৪ মে ২০২৩