মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তুমব্রু থেকে ৪৮৩ জন রোহিঙ্গাকে হস্তান্তর

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

RRRC এবং নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে তুমব্রু এলাকায় অবস্থানরত বাস্তচ্যুত হয়ে অবস্থান নেওয়া রোহিঙ্গ্যাদেরকে(FDMN) ট্রানজিট ক্যাম্পে স্হানান্তরিত করা হয়েছে ৪র্থ দফায়।

সুত্রে জানা যায় বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কক্সবাজার অতিরিক্ত শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার(RRRC) সামছু দোহা ও স্হানীয় ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজীজ এর তত্ত্বাবধানে তুমব্রু সঃ প্রাঃ বিদ্যালয়ে ও অন্যান্য স্হানে আশ্রিত হয়ে থাকা ৯৯ পরিবারের, ৪৮৩ জন রোহিঙ্গ্যাকে ৪র্থ ধাপে কুতুপালং(উখিয়া) ট্রানজিট ক্যম্পে একটি বড় বাস এবং দুটি মিনিবাস,দুটি ট্টাকযোগে পুলিশ নিরাপত্তায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানাগেছে। এ সময় ক্যাম্প -৫ এর ইনচার্জ (নির্বাহী ম্যাজিষ্টেট) প্রীতম সাহা উপস্হিত ছিলেন।

উল্লেখ্য গত বছরের জানুয়ারির মাসের ১৮ তারিখে নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের শুন‍্যরেখাতে থাকা রোহিঙ্গা আশ্রয় শিবিরে মিয়ানমার কেন্দ্রিক দুই বিদ্রোহী গ্রুপের মাঝে তুমুল সংঘর্ষে আহত নিহত হন সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সদস্যরা।

ঐ ঘটনা চলাকালীন সময়ে বিদ্রোহী একটি গ্রুপের ধরিয়ে দেয় আগুনে জ্বলে ছারখার হয়ে যায় রোহিঙ্গা শিবিরটি।


আরো খবর: