ঢাকা, ০৭ জুন – তীব্র তাপদাহে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৭ জুন) মূল ক্যাম্পাসের ৬ জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, তীব্র গরমে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাই। পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আর একজন হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে তার মা-বাবাও আছেন। তার বাড়ি মিরপুরে।
এদিকে রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ জুন ২০২৩