বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তিন হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৪ মে, ২০২২

রাজধানীর ডেমরা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৩ মে) রাতে ডেমরার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ নুরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তার নুরুল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। ডেমরা থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরো খবর: