শিরোনাম ::
গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া কক্সবাজারে কেএফসিসহ ৫ রেঁস্তোরায় ভাঙচুর চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১ টেকনাফে আবারও দুইজনকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩ চকরিয়ায় তুলে নিয়ে যুবকের হাত শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসী চকরিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে’

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩


সিলেট, ১৭ জুলাই – দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিট। কদিন আগেও যে বাংলাদেশ ছিলো সম্পূর্ণ স্পিন নির্ভর এক দল, সেখানে এখন দাপট দেখাতে শুরু করেছেন পেস বোলাররা। কখনো তাসকিন, কখনো মুস্তাফিজ, কখনোবা হাসান বা এবাদত, প্রায় সব ম্যাচেই বল হাতে বাংলাদেশের হয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন পেসাররাই।

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও বল হাতে দারুণ স্পেল উপহার দিয়েছেন পেসাররা। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসানের কাছেই জানতে চাওয়া হলো, আজকের দিনে কোন পেসার সেরা ছিলেন। দ্বিধাহীন কণ্ঠে সাকিব জানালেন, হাসান মাহমুদের নাম।

ম্যাচে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ। সেরা পেসার হিসেবে নাম স্বাভাবিকভাবেই সবার আগে আসবে। তবে ৩ ওভার বল করে ২০ রান দিয়ে কোনো উইকেট না পাওয়া হাসান মাহমুদকেই ভালো বোলার বলছেন অধিনায়ক সাকিব।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোন বোলার ভালো করেছে এমন প্রম্নের জবাবে হাসানের নাম বললেও সাকিব কৃতিত্বটা ছড়িয়ে দিয়েছেন পুরো বোলিং আক্রমণে, ‘আমার কাছে তো মনে হয়েছে, তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে। আমরা যারা পাঁচ-ছয়জন আছি, তাদের কাজই ব্যাটসম্যানদের কাজটা সহজ করা।’

ম্যাচে দারুণ শুরুর পর দ্রুত আউট হয়েছেন লিটন দাস-আফিফ হোসেন। তবে, পরপর উইকেট হারালেও অধিনায়ক সাকিবের বিশ্বাস ছিল জয়ের প্রতি, ‘হুটহাট কয়েকটা উইকেট পড়ে গেলেও নার্ভাস হওয়ার মতো কিছু আসলে ছিল না। আমাদের শুরুটা যে রকম হয়েছিল, জানতাম যে আমরা সব সময় ওদের চেয়ে এগিয়ে আছি। মাঠের যে কন্ডিশন ছিল, ওদের স্পিনারদের জন্য কাজটা কঠিন হবে, এটা জানতাম।’

আফিফ হোসেনকে দেখা গেল ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে, সাকিব নিজে ৪ নম্বরে না নেমে পাঠিয়েছেন তাওহীদ হৃদয়কে। কেন এমন সিদ্ধান্ত সেই প্রশ্নের উত্তরে অধিনায়ক বললেন, ‘আমি ও কোচিং স্টাফরা মিলে চেয়েছিলাম, তরুণেরা বেশি সময় ধরে ব্যাটিং করুক, ম্যাচটা শেষ করুক।’

বাংলাদেশ অধিনায়ক বলছেন এই আত্মবিশ্বাস কাজে দিবে আসন্ন বড় টুর্নামেন্টগুলোতে, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এই টি-টোয়েন্টি দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ জুলাই ২০২৩


আরো খবর: