শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৭ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক : দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আবৃত্তি উৎসব’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে এমনকি দেশের সর্বোচ্চ আদালতের সামনেও বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এসবের পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারনে বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা যে ভাষায় কথা বলছেন তাতে মনে হচ্ছে তারা প্রধানমন্ত্রীর মহানুভবতার বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছেন। জনগনের পক্ষে দাবী উঠেছে, তাকে যেন কারাগারে পাঠানো হয়। এ অবস্থায় তাকে কারাগারের বাইরে রাখার বিষয়টি আমরা গভীরভাবে বিবেচনা করছি।

ড. হাছান মাহমুদ আরও বলেছেন, পদ্মাসেতু শুধু উন্নয়নযজ্ঞ নয় এটি বাংলাদেশের সক্ষমতার প্রতিক। এছাড়া বিএনপি ও ড. ইউনূছসহ ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ। এটি নিয়ে এখন আর কেউ মূখ খুলেন না। কারণ স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের অপেক্ষায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. অনুপম সেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নূরুল আবছারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সারাদেশের অর্ধশতাধিক আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক আবৃত্তি ও অভিনয়শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়।


আরো খবর: