শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তারকা হয়েও বাসে ঘুমাতেন শাহরুখ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
তারকা হয়েও বাসে ঘুমাতেন শাহরুখ


মুম্বাই, ২২ সেপ্টেম্বর – বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার তিগমাংশু ধুলিয়ার সঙ্গে বলিউড কিং শাহরুখ খানের সম্পর্ক বেশ পুরোনো। মণি রত্নমের ‘দিল সে’ সিনেমা থেকে শুরু করে আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমা পর্যন্ত। দীর্ঘ সময়ের সম্পর্ক তাদের দুজনের।

সম্প্রতি সিনেমার সেটে শাহরুখ কেমন, তা নিয়ে মুখ খুললেন তিগমাংশু। শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিগমাংশু বলেছেন, ‘শাহরুখ ঠিক কতটা নম্র, তা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। সেটা আমি ‌‘দিল সে’র শুটিং চলাকালীনই খেয়াল করেছি। তত দিনে অবশ্য শাহরুখ স্টার হয়ে গিয়েছেন। আমরা লাদাখে শুটিং করছিলাম…মণি স্যারের সঙ্গে উনি রাস্তায় ঘুরে বেড়াতেন।’

সেই সময়ের নব্য ক্রেজ শাহরুখ খানকে নিয়ে তিনি আরও বলেন, ‘লাদাখে ভ্যানিটি ভ্যান বা অন্য কিছু ছিল না। আমরা যে বাসে উঠতাম, দুই দিকে সিটের মাঝের রাস্তায় যেখানে মানুষ হেঁটে যেত, সেখানেই লাঞ্চের সময় ৩০ মিনিট ঘুমিয়ে নিতেন শাহরুখ। মাঝেমধ্যে আমরা জ্যাকেট বা অন্য কিছু নিতে যাওয়ার জন্য বাসে উঠে শাহরুখের ওপর দিয়েই যেতাম।

তিনি যোগ করে, ‘শাহরুখ কোনো কিছুতেই আপত্তি করতেন না। উনি কখনো বলেননি আমার ঘুমানোর সময় বাসে কেউ ঢুকতে পারবে না। অথচ তিনি কিন্তু তখন স্টার। তিনি ৩০ মিনিট ঘুমাতে চেয়েও কোনো দিন নির্বিঘ্নে সেই সময়টুকু পাননি।’

উল্লেখ্য, ‘দিল সে’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন মনীষা কৈরালা। আর এই মিউজিক্যাল রোমান্টিক-থ্রিলারটির হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন বলিউড স্টার প্রীতি জিনতা।

আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২৪





আরো খবর: