বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তাইওয়ানের প্রেসিডেন্ট আমেরিকায়, চীনের ক্ষোভ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
তাইওয়ানের প্রেসিডেন্ট আমেরিকায়, চীনের ক্ষোভ


বেইজিং, ৩০ মার্চ – যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

স্থানীয় সময় বুধবার (২৯) তিনি নিউইয়র্কে পৌঁছান।

নিউইয়র্কে বিরতি (ট্রানজিট) নিয়ে সেখান থেকে তিনি গুয়াতেমালা ও বেলিজে যাবেন।
তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার পর্যন্ত প্রেসিডেন্ট নিউ ইয়র্কে থাকবেন। মাঝে তিনি ক্যালিফোর্নিয়া ও লস অ্যাঞ্জেলস যেতে পারেন।

ক্যালিফোর্নিয়ায় তিনি মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকআর্থির সঙ্গে দেখা করতে পারেন। যদিও এই বৈঠক সরকারি নয় বলে দাবি করা হয়েছে।

এদিকে তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চীন। চীনের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাই ইং-ওয়েন যদি মার্কিন কংগ্রেসের স্পিকারের সঙ্গে দেখা করেন, তাহলে তার ফল ভালো হবে না।

চীন চরম ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়েছে। ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত পুরো বিষয়টির দিকে নজর রাখছেন বলে জানানো হয়েছে।

কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসের তৎকালীন স্পিকার ন্যানসি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। ওই সফর নিয়েও চীন তুমুল ক্ষোভ প্রকাশ করেছিল।

তাইওয়ানের উপকূলে সামরিক মহড়া শুরু করে দিয়েছিল চীন। এবারও তারা তেমন কিছু করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/৩০ মার্চ ২০২৩





আরো খবর: