শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমধারি

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

ঢাকা, ১৯ এপ্রিল – মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ঢাকা থেকে গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা। এ সময়ে প্রতিদিন ঠিক কত মানুষ ঢাকা ছাড়ছে, তা নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। তবে দৈনিক কতগুলো সক্রিয় মোবাইল সিম ঢাকা ছাড়ছে, তা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রীর দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা থেকে বাইরে গেছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিম। আর ঢাকায় এসেছে সক্রিয় ছয় লাখ ৬৭ হাজার ৭৮৩ সিম।

ঢাকা ছাড়া সিমগুলোর মধ্যে মোবাইল অপারেটর হিসাবে গ্রামীণফোনের সিম তিন লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবি তিন লাখ দুই হাজার ২৮৪টি, বাংলালিংক পাঁচ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটক ১৮ হাজার ১৯০।

অন্যদিকে ঢাকা আসাদের মধ্যে গ্রামীণফোনের সিম এক লাখ ২৮ হাজার ৯৭০টি, রবি এক লাখ ছয় হাজার ৮৬৩টি, বাংলালিংক চার লাখ ২২ হাজার ৬০০টি এবং টেলিটক ৯ হাজার ৩৫০টি।

সূত্র: জাগো নিউজ

 


আরো খবর: