বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঢাকায় আনা হলো আবু সাঈদের বাবাকে

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪


দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেন অসুস্থ। এ সময় তার উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টারে করে রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।


বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানায়।


আরও পড়ুন: পার্বত্য এলাকায় অনিয়ম বেশি হয়


পোস্টে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবার জ্বর ও পেটের ব্যাথা নিয়ে গত শনিবার (৭ ডিসেম্বর) রংপুর সিএমএইচে ভর্তি হন। এরপর মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।



এর পরে সেখান থেকে তার উন্নততর চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই আর্মি হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।


প্রসঙ্গত, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত (১৬ জুলাই) পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি এই আন্দোলনের অন্যতম এক সমন্বয়ক ছিলেন।


গত (২৮ নভেম্বর) আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


সান নিউজ/এমএইচ



আরো খবর: