শিরোনাম ::
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াবাসহ আটক গাজীপুরে সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তামিম ইকবালকে বিসিবির বিদায়ী সংবর্ধনা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর: বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি দেশব্যাপী ভাঙচুর ও সহিংসতায় টিআইবির উদ্বেগ রাতের আঁধারে টাঙ্গাইলে সড়কে ঝরল ৩ প্রাণ বিপিএলে শীর্ষ বোলার তাসকিন ও ব্যাটার মোহাম্মদ নাঈম উস্কানিমূলক কোনো পদক্ষেপে অংশ নেবেন না : কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ চলতি মাসেই জুলাই গণহত্যা মামলার একাধিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত হবে কক্সবাজারে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনে সাঁজ সাঁজ রব
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২০ রোগী

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪


ঢাকা, ২৪ জানুয়ারি – গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০ জন ভর্তি হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে সাত জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে পাঁচজন এবং সারা দেশে (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের মোট ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২৭ জন। এর মধ্যে ঢাকাতে ৩২৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ৭৮১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২৬৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৫১৫ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশে মোট ১৩২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৫০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮২ রোগী হাসপাতালে ভর্তি আছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৪ জানুয়ারি ২০২৪


আরো খবর: