সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ডেঙ্গু আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
ডেঙ্গু আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়


কলকাতা, ২০ আগস্ট – ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী ও টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে ডেঙ্গু পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন সৃজিত।

ক্যাপশনে নির্মাতা লিখেছেন, জল রাস্তায় হয় ডেঙ্গু, আর তাতেই কমে যায় প্লাটিলেট। পাশেই হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘কনফার্মড’।

এরপরই নির্মাতার সুস্থতা চেয়ে সেলিব্রেটিদের পাশাপাশি মন্তব্য করতে শুরু করেন তার অনুরাগীরাও।

ওই পোস্টের নিচে অপর্ণা সেন লেখেন, ঋজু, নিজের স্বাস্থ্যের খেয়াল রেখো। আমি ডেঙ্গুতে ভুগেছি। তাই জানি এটি শরীরকে কতটা দুর্বল করে দিতে পারে।

প্রায় দুইমাস আগে বুকের ব্যথায় হয়ে পড়েছিলেন সৃজিত। এবার ডেঙ্গুতে কাবু পশ্চিমবঙ্গের খ্যাতিমান এই নির্মাতা। মূলত এ কারণেই বন্ধ রয়েছে তার নতুন সিনেমা ‘দশম অবতার’র শুটিং।

প্রসঙ্গত, সৃজিত নির্মিতব্য ‘দশম অবতার’ সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তসহ প্রমুখ।

আইএ/ ২০ আগস্ট ২০২৩





আরো খবর: