বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪


হবিগঞ্জ, ২৬ নভেম্বর – হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার পুকড়া এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার নবীগঞ্জ উপজেলা কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগরের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২০) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাউসার মিয়া (২২)।

হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আব্দুল কাদির ও কাউছারসহ তিন যুবক টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। পুকরা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কাদির ও কাউসারকে মৃত্যু ঘোষণা করেন।



আরো খবর: