শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফ সীমান্তে ২৯ কেজি স্বর্ণসহ ২ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কক্সবাজারে টেকনাফের হ্নীলা সীমান্ত থেকে ২৯ কেজির বেশী স্বর্ণালঙ্কারসহ পাচারকারি দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

রোববার (১১ আগস্ট) দুপুরে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ এক প্রেস রিলিজে এই তথ্য জানান।

এর আগে শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল এলাকায় বিজিবি এ অভিযান চালিয়ে এই স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

আটকরা হল উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরহুম লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুইজা গ্রামের মরহুম মীর আহম্মেদের ছেলে আনোয়ার সাদেক (২৮)।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের বাড় একটি চালান জনৈক ব্যক্তির বসতঘরে মজুদ করা হয়েছে। এ খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক ছোট একটি ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

এ সময় আটকদের সাথে থাকা ব্যাগটি খুলে পাওয়া যায় বিভিন্ন প্রকারের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালঙ্কার এবং বাংলাদেশী নগদ ২৬ হাজার ১০ টাকা। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা।’

বিজিবির এ কর্মকর্তা জানান, উদ্ধার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারী শাখায় মজুদ রাখা হয়েছে। অভিযান আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


আরো খবর: