শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ২ কেজি আইস ও ৯ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে উপজেলার নাইট্যংপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যে ব্যাটালিয়ন সদর ও টেকনাফ বিওপি হতে দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল দুজন ব্যক্তিকে নাফনদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। পরে দৌড়ে পালানোর সময় তাদের হাতে থাকা একটি পোটলা মাটিতে পড়ে যায়। ঐ পোটলার ভেতর থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে ঐ রাতে উপজেলার নাজিরপাড়া গ্রাম থেকে বিওপির একটি টহলদল এক ব্যক্তিকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ঐ ব্যাগের ভেতর থেকে ৯ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।


আরো খবর: