শিরোনাম ::
লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার আসামী ও আরসা সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১ মে, ২০২৪

কক্সবাজারের টেকনাফ থানাধীন বরইতলী এলাকায় অভিযান পরিচালনা করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার এজাহারনামীয় আসামী ও আরসা সন্ত্রাসী আব্দুল আমিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতার আসামী হলেন,উখিয়া উপজেলার তাজনিমারখোলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের
ব্লক-জি/৩ এর আবু বক্করের ছেলে আব্দুল আমিন (২২)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

তিনি জানান,এরই ধারাবাহিকতায় উখিয়া থানার মামলা নং-৫৩/১৫৮ তাং ২৩/০৩/২০২ ধারা-১৪৩/১৪৪/৪৪৭/৪৪৮৪০৭/৩২৬/৪২৭/৩০২/৩৪ পেনাল কোড মোতাবেক চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে, উক্ত মামলার আসামী আব্দুল আমিন টেকনাফ সদরের বরইতলী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চাঞ্চল্যকর রফিক হত্যা মামলার এজাহার নামীয় আসামী ও আরসা সন্ত্রাসী আব্দুল আমিন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত মামলার এজাহারভুক্ত আসামী এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: