মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২

কক্সবাজারের টেকনাফে দুই মামলার পলাতক আসামি মো. জাহাঙ্গীর নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ২১ বছর বয়সী জাহাঙ্গীর নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকার ব্লক-সি, শেড-৮১৬/৬ এর বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় টহল দিচ্ছিল এপিবিএনের একটি দল। এ সময় সন্দেহজনক আচরণ করায় রোহিঙ্গা যুবক জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অপহরণ, চাঁদাবাজি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: