সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৪ মার্চ, ২০২২

কক্সবাজারের টেকনাফে মো. আব্দুল্লাহ নামে ২২ বছর বয়সী এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ একই ক্যাম্পের বাসিন্দা আলী জোহরের ছেলে।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: