বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান ও ঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের পি-ব্লকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এপিবিএন ক্যাম্পের পাশের একটি দোকানের বিদ্যুতের সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্যাম্পের ৬-৭টি দোকান, ৩-৪টি ঘর এবং ক্যাম্প কমিটির অফিসের ১টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বিকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের কাজ চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
###


আরো খবর: