বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুরে ডুবে ৩জন রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পুকুরে পৃথকভাবে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৩জন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

সুত্র জানায়,৬জুন সকাল ৮টারদিকে নয়াপাড়া রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ডি-ব্লক সংলগ্ন তারকাঁটা বেষ্টনীর বাহিরের পুকুরে ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লক-ডি, ৭১২/১ শেডের বাসিন্দা মোহাম্মদ সাকেরের পুত্র কামাল সাদেক (৭) এবং একই ক্যাম্পের ব্লক-ই/২ এর বাসিন্দা নুরুল বাশারের পুত্র ইয়াছার (৮) এর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। তারা আগের দিন সন্ধ্যা হতে নিখোঁজ ছিল।

অপরদিকে সকাল সাড়ে ১১টায় নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বøক-বি, ১০০৯/৪নং শেডের বাসিন্দা মোঃ আইয়ুবের পুত্র মোঃ সাইফুল (১৪) ছাগল চড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় আইপিডি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করে। বিকালে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

টেকনাফ ১৬এপিবিএন অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক এসব মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানাকে অবহিত করার পর মৃতদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: