শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে কোটি টাকার আইসসহ আটক-১ সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত উখিয়ার রুমখাঁপালং-হাতিরঘোনা স্কুল সড়ক উখিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা মার্কার সমর্থনে প্রচারণা উখিয়ায় হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার মেরিন ড্রাইভে রেন্ট বাইক দুর্ঘটনায় সদ্য বিবাহিত পর্যটকসহ নিহত ২ কবর দেওয়ার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার তারুণ্যের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রাসেল আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী ইসরায়েলকে গাজায় আগ্রাসনের ‘অজুহাত’ করে দিয়েছে হামাস নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ সায়নী
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মুক্তিপণের দাবিতে কৃষককে অপহরণের অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
টেকনাফে মুক্তিপণের দাবিতে কৃষককে অপহরণের অভিযোগ




কক্সবাজারের টেকনাফে ক্ষেতে কাজ করার সময় এক কৃষককে ‘মুক্তিপণের দাবিতে’ অপহরণের অভিযোগ উঠেছে।.

রোববার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

অপহৃত কৃষক মোহাম্মদ ছৈয়দ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, ‘সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়ায় নিজের ক্ষেতে কাজ করতে যান কৃষক মোহাম্মদ ছৈয়দ। এক পর্যায়ে মুখোশ পরিহিত একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এর আগেও জুম্মাপাড়ার আশপাশের এলাকায় মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিপণের দাবিতে কৃষক মোহাম্মদ ছৈয়দকে অপহরণ করা হয়েছে।’

ইউপি চেয়ারম্যান জানান, রাতে তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। সকালে ঘটনাটি শোনার পর তিনি হ্নীলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন বলেন, ‘সকালে হ্নীলা ইউনিয়নের জুম্মাপাড়া থেকে এক কৃষককে অপহরণের খবর স্থানীয়দের কাছ থেকে জেনেছি। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তারা ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।’ সূত্র: সময় টিটি









আরো খবর: