হেলাল উদ্দিন,টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরে রোহিঙ্গা ডাকাত গ্রুপের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ঘর থেকে ডেকে নিয়ে মারধরে মোহাম্মদ ইলিয়াস ওরফে ইলিয়াস ডাকাত (৩৮) নামে এক রোহিঙ্গা ডাকাতের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরে বি ব্লকের ৬৩৪১৪নং এমআরসির বাসিন্দা নাসির আহম্মদের ছেলে ও রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ মারামারিসহ তিনটি মামলা রয়েছে।
ধারণা করা হচ্ছে, ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে তাদের মধ্যে মারধরের ঘটনায় তার মৃত্যু হয়েছে।তার শরীরের বিভিন্ন অংশে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে।
১৮ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে পাঁচটার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয় শিবিরের গার্মেন্টস মোড় নামক এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানায়, আজ রোববার ভোররাত তিনটার দিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিজের শেডের কক্ষ থেকে ৫-৬জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ডেকে বাইরে নিয়ে যান।এরপর রাতে তিনি আর ঘরে ফিরে আসেনি।
সকাল সাড়ে পাঁচটার দিকে একই শিবিরের গার্মেন্টস মোডে নামক স্থানে সচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তার ঘরে খবর দেয়।ঘরের লোকজন এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন,রাতে ৫-৬জন অজ্ঞাতনামা লোকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে যান।যাবার সময় বলেন,তারা তার লোকজন এবং তাদের সঙ্গে হিসাব আছে।সালমানশাহ গ্রুপের সদস্যরা এ ঘটনা করেছে বলে তিনি দাবী করেন।
টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন,নিহত ব্যক্তির বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।সে রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এইব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।