শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলী প্রকাশ মাহাদুকে (৫০) গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামি টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার এড়াতে নিজের এলাকা মিঠাপানির ছড়া পরিবর্তন করে পাশের ইউনিয়ন বাহারছড়ার নোয়াখালী পাড়াতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার মো. আলী প্রকাশ মাহাদুর বিরুদ্ধে ৮ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

গ্রেফতারের পর তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো খবর: