শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে মাছের ঘের এলাকায় অভিযানে অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গা ডাকাত আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আব্দুস সালাম, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের ঝিম্বংখালী মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় একটি এলজি ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মো. আলম(২৯) নামে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক রোহিঙ্গা ডাকাত মো. আলম উখিয়া ১২নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের, ব্লক-জি/৭বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

বিজিবির দাবি, অস্ত্র ও গুলিসহ আটক ওই রোহিঙ্গা ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য।

সোমবার(৪নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, রোববার(৩ নভেম্বর)বিকালে ঝিম্বংখালী বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১৬ হতে আনুমানিক ৬০০ গজ উত্তরপশ্চিম দিকে শামছুলের ঘের নামক এলাকায় অভিযান চালায়।এসময় এক যুবককে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি,০৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়,সে ডাকাত দলের সদস্য বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ি-ঘরে ডাকাতি করে থাকে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: