রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

কক্সাবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ায় নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ‘ক শ্রেণির’ ঘর পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন তিনি। ওইসময় ঘরের নির্মাণকাজে ব্যবহৃত ইট, ইটের খোয়া, বালির গুণগত মান যাচাই করে দেখেন তিনি।

এ পর্যন্ত ২৬২টি ঘর ইতোমধ্যে উপকার ভোগীদের মাঝে দলিলসহ হস্তান্তর করা হয়েছে।

আরও ৪০টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এমন মহতী উদ্যোগ সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা এ কাজের সাথে সংশ্লিষ্ট তারাও ইতিহাসের অংশ হয়ে থাকবে। ‘ স্থনীয় জনপ্রতিনিধিসহ সকলকে এ মহতী উদ্যোগে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।


আরো খবর: