টেকনাফে বিজিবি জওয়ানেরা বেড়িবাঁধ সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস এবং ১লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বিজিবি সুত্র জানায়, গত ১৫জুন সন্ধ্যা সোয়া ৭টারদিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এবং হ্নীলা বিওপির পৃথক ২টি বিশেষ টহল দল এমজি ব্যাংকার এলাকায় গমন করে। কিছুক্ষণ পর ৫জন ব্যক্তি মিয়ানমারের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে দেখা যায়। তখন বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করলে ১টি বস্তা ফেলে পাশর্^বর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে হোয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের পুত্র আব্দুর রহমান (৩০) এবং মৌলভী বাজারের আব্দুস সালামের পুত্র মোঃ নুর (২৫) কে গ্রেফতার করলেও ৩জন পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর বস্তাটি তল্লাশী করে ১লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে জিজ্ঞাসাবাদে মোঃ নুরের স্বীকারোক্তিতে শ^শানঘাট এলাকায় একটি ছাপড়া ঘরে অভিযান চালিয়ে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আইস ও ইয়াবাসহ থানায় হস্তান্তর করার কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় সুত্রে জানায়,নাফনদীর চরে অবস্থান নেওয়া মিয়ানমারের মাদক কারবারী গডফাদারেরা মৌলভী বাজার ও হোয়াব্রাং এলাকার বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে মাদকের চালান খালাস করে আসছে। তারা টাকার বিনিময়ে স্থানীয় মাদক কারবারীদের নিকট টাকার বিনিময়ে ঝুঁকি নিয়ে মাদকের চালান খালাস করে আসছে। তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী উঠেছে।