নিজস্ব প্রতিবেদক::
মাদকের বিরুদ্ধে চালানো অভিযানে টেকনাফ ২ বিজিবির ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, ১৩ অক্টোবর ভোরে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র একটি টহলদল নাফ নদীর তীরে খালেরমুখ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এইসময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে হাজির চিংড়ি ঘেরের দিকে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি পোটলা ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলার ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে অভিযানের পরেও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।