বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে বাংলাদেশ স্থলবন্দরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

হেলাল উদ্দিন, টেকনাফ::

”স্থল পথে বাণিজ্য বৃদ্ধি, দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থলবন্দর সেবা সপ্তাহ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ ইউনাইটেড ল্যান্ডপোর্টের সম্মেলন কক্ষে স্থলবন্দরের ট্রাফিক পরিদশর্ক রমেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-স্থলবন্দরের সুপারিন্টেন্ডেন্ট(শুল্ক কর্মকর্তা)মো শাহীন আখতার।বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড ল্যান্ডপোর্টের ব্যবস্থাপক সৈয়দ মো আনোয়ার হোসেন।স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সভাপতি আমিনুর রহমান।এছাড়া প্লান্ট কোয়ারেন্টাইন, এনএসআই,ইমিগ্রেশন পুলিশ,সিঅ্যান্ডএফ প্রতিনিধি,আমদানি-রপ্তানি কারক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বন্দরের শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
২০০১সালের ১৪জুন(২০০১সালের ২০নং আইন)এ-র ধারা ৪(১) অনুযায়ী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।আর,চলতি মাসের ১৪-২০জুন থেকে বন্দর সেবা সপ্তাহ পালন করা হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, এস্থলবন্দরের বার্ষিক আয় ২৫-৩০কোটি টাকা।এরমধ্যে কাস্টমসের মাধ্যমে রাজস্ব আদায় প্রতিবছর ১০৫ কোটি টাকা প্রায়।
তারা আরও বলেন,স্থলবন্দরের রাস্তা-ঘাট ও টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কটি সংস্কারসহ বন্দরের অবকাঠামো উন্নয়ন করা গেলে রাজস্ব আদায় দ্বিগুন করা সম্ভব হবে।


আরো খবর: