কক্সবাজারের টেকনাফে ১১ হাজার ৬০ ইয়াবাসহ রাকিবুল ইসলাম নামে এক প্রাইভেটকার চালককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে উপজেলার শিলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল ইসলাম টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার মৃত নজির আহমদের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় টেকনাফ বর্ডার গার্ড-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে শিলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টের একটি টহলদল চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করছিল। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরে তল্লাশিকালীন চালকের আচরণ সন্দেহজনক হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালকের স্বীকারোক্তিতে গাড়িটির পেছনের চাকার ওপরে অভিনব পদ্ধতিতে স্কচটেপ দ্বারা ফিটিং করা অবস্থায় ৫টি পোটলা থেকে ১১ হাজার ৬০ ইয়াবা ট্যাবলেটসহ চালককে আটক করা হয়। আটকের থেকে একটি ফোন ও প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, প্রাইভেট কারসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।