শিরোনাম ::
বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের পরিচয়: শামসু উদ্দিন (৩৭): টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা, মকতুল হোছনের ছেলে, আবুল হোছন (২৮): একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা, আবুল কাশেমের ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, শনিবার (১৮ জানুয়ারি) ভোরে উনচিপ্রাং বিওপির দায়িত্বাধীন এলাকা লম্বাবিল শাহজাহানের ডিয়া এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

টহল দল সন্দেহভাজন একজনকে ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মায়ানমার থেকে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘেরের কাছে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিনে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে।

একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় চালকের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,”আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”

বিজিবি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।


আরো খবর: