শিরোনাম ::
উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি, চকরিয়ার মানিকপুরে সড়ক বনায়নের বিপুল গাছ কেটে লুটে নিয়ে যাচ্ছে দুবৃর্ত্তরা গাজায় গনহত্যা বন্ধের দাবিতে উত্তাল পেকুয়া কক্সবাজারে কেএফসিসহ ৫ রেঁস্তোরায় ভাঙচুর চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি সত্য প্রকাশই হোক গণমাধ্যমের একমাত্র অঙ্গিকার: কক্সবাজারে বিএফজেইউ মহাসচিব কাদের গনি চৌধুরী সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, আটক ২

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

আব্দুস সালাম, টেকনাফ ;

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের পরিচয়: শামসু উদ্দিন (৩৭): টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা, মকতুল হোছনের ছেলে, আবুল হোছন (২৮): একই ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাসিন্দা, আবুল কাশেমের ছেলে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, শনিবার (১৮ জানুয়ারি) ভোরে উনচিপ্রাং বিওপির দায়িত্বাধীন এলাকা লম্বাবিল শাহজাহানের ডিয়া এলাকায় মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

টহল দল সন্দেহভাজন একজনকে ফরিদ হাজীর মাছের ঘের এলাকায় ঘোরাফেরা করতে দেখে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মায়ানমার থেকে ইয়াবা পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘেরের কাছে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিনে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি জোরদার করে।

একটি সিএনজি থামিয়ে তল্লাশির সময় চালকের সন্দেহজনক আচরণের কারণে গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। চালকের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিএনজিটিও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান,”আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”

বিজিবি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।


আরো খবর: