শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ মানব পাচারকারী গ্রেফতার,এক ভিকটিম উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৫জন মানব পাচারকারী গ্রেফতার করা হয়েছে।এসময় এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২ টা থেকে সকাল ৮ পর্যন্ত কক্সবাজার জেলা পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, মোঃ শাকিল আহমেদ (বিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানব পাচারের সাথে জড়িত এজাহার নামীয় গ্রেফতারকৃত ৫জন আসামীরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী এলাকার মৃত হোছন আহমদের ছেলে মোঃ বেলাল (২০),একই এলাকার মৃত আমির হামজার ছেলে আব্দুর রহমান (৫৫),মৃত হোছন আহমদের ছেলে আব্দুর রশিদ (২৭)।
হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিমংখালীর মোঃ কালুর ছেলে জাহাঙ্গীর আলম (২৬), একই এলাকার আব্দুল হাকিমের ছেল মোঃ জাহাঙ্গীর (১৯)।
উদ্ধারকৃত ভিকটিম হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ঝিমংখালীর মোঃ আজিজুল হকের ছেলে মোঃ শাহেদ (১৭)।

তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: