রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৬আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ২জন, পূর্বের মামলা ১জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন, জিআর সাজা ওয়ারেন্ট মূলে ৩জন, জিআর ওয়ারেন্ট মূলে ৬জন, সিআর ওয়ারেন্ট মূলে ২জনসহ সর্বমোট ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২ থেকে সকাল ৮টা পর্যন্ত কক্সবাজার জেলার পুলিশ সুপার, মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) এর নির্দেশক্রমে, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া-টেকনাফ সার্কেল, মো. শাকিল আহমেদ (বিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় ২জন টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ার মৃত আলী জোহারের ছেলে
শাহরুখ খান (২০) ও মোঃ রফিকের ছেলে মো. ইউসুফ (২৬)। পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন নাইটংপাড়ার মৃত মোঃ করিমের ছেলর আবুল হোসেন প্রকাশ কালু (২৮)। সদরের খোনকার পাড়ার পূর্বের মামলা ১জন আব্দুল করিমের রশিদ (২০)।
উখিয়া কুতুপালং বালুর মাঠ রোহিঙ্গা ক্যাম্প-২/ই, ব্লক-এ/১৪, এফসিএন-১২৬৪৭০ এর বাসিন্ধা মৃত মকতুল হোসেনের ছেলেজামাল হোসেন (২৮)। জিআর সাজা ওয়ারেন্ট মূলে ৩জন হোয়াইকং কেরুনতলীর মৃত হাজী গুরা মিয়ার ছেলে খায়রুল বশর (৩৭) একই এলাকার মৃত গোলাম আকবরের ছেলেফজল করিম (৩৪)। হ্নীলা জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প, ২৬ ব্লক, ডি-৩, শেড নং- ৩০২৭৩৫ এর বাসিন্ধা মৃত নুরুস সালামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)। জিআর ওয়ারেন্ট মূলে ৬জনসাবরাং খয়রাতি পাড়ার শাহাব মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৭),
বাহারছড়া উত্তর শিলখালীর মৃত আমির মোহাম্মদের ছেলেইসহাক আহম্মদ (৫৯) একই এলাকার ইসহাক আহাম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩২), মৃত মোঃ হোছনের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৭),মৃত আমির অহম্মদের ছেলে হাজী ইসহাক অহম্মদ (৫৯),
টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদের মৃত নেওয়ামত উল্লাহর ছেলে মোঃ ওবাইদ উল্লাহ (৩৭)। সিআর ওয়ারেন্ট মূলে ২জন ডেইল পাড়ার মৃত আঃ গফুরের ছেলে মোঃ আঃ খালেক প্রকাশ কালু হোসেন। টেকনাফ পৌরসভার মৃত মোঃ কাশিমের ছেল বদি আলম প্রকাশ বদাইয়াসহ সর্বমোট ১৬ জন আসামীকেগ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: