বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

কক্সবাজারের টেকনাফ বাহাড়ছড়ার কচ্ছপিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া করাচিপাড়াস্থ এলজিইডি সড়কের পূর্বপার্শ্ব থেকে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার আবুল হোছনের ছেলে মো. ফারুক (২৯), মুন্সিগঞ্জ নৈরপুকুরপাড় এলাকার মফিজলের ছেলে আকাশ দেওয়ান(২৭), বাহারছড়া ৯নং ওয়ার্ড নোয়াখালী পাড়া এলাকার মৃত দুদু মিয়া ছেলে রোহিঙ্গা আমিন(২৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিউল রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বাহাড়ছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া করাচিপাড়াস্থ এলজিইডি সড়কের পূর্বপার্শ্বে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ৩ আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: