শিরোনাম ::
টেকনাফে র‍্যাবের অভিযানে কোটি টাকার আইসসহ আটক-১ সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত উখিয়ার রুমখাঁপালং-হাতিরঘোনা স্কুল সড়ক উখিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা মার্কার সমর্থনে প্রচারণা উখিয়ায় হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার মেরিন ড্রাইভে রেন্ট বাইক দুর্ঘটনায় সদ্য বিবাহিত পর্যটকসহ নিহত ২ কবর দেওয়ার চারদিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার তারুণ্যের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রাসেল আজ থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী ইসরায়েলকে গাজায় আগ্রাসনের ‘অজুহাত’ করে দিয়েছে হামাস নির্বাচনী প্রচারণায় গিয়ে হঠাৎ অসুস্থ সায়নী
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পাহাড় থেকে ৭ জনকে অপহরণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
টেকনাফে পাহাড় থেকে ৭ জনকে অপহরণ




কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড় থেকে স্থানীয় সাতজনকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।

অপহৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১৫), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জানান, সকালে একদল কাঠুরিয়া প্রতিদিনের মতো পাহাড়ে কাঠ কাটতে যান। অন্যরা যান গরু নিয়ে। এসময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ের ভেতর নিয়ে যায়। দুই শিশুসহ ৯ জনকে নিয়ে গিয়ে একটু পরে শিশু দুটিকে ছেড়ে দেয়। বাকি সাতজনকে নিয়ে পাহাড়ে ঢুকে গেছে অপহরণকারীরা।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা শিশু রিফাত বলে, ‘আমরা পাহাড়ের পাদদেশে গরু চরাচ্ছিলাম। হঠাৎ চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের লাঠি দিয়ে মারতে মারতে গহিন পাহাড়ের ভেতর নিয়ে যায়। একটু পরে আমাদের দুজনকে ছেড়ে দিলে আমরা পালিয়ে রক্ষা পাই।’

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান আরও জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।









আরো খবর: