শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে পলিথিন ব্যাগ ব্যবহার করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৬ মার্চ, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ :: নির্ধারিত কিছু পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা(প্যাকেট)ব্যবহার বাধ্যতামূলক করা হলেও কিছু অসাধু ব্যবসায়িরা পলিথিন ব্যাগ(প্লাস্টিকের)বস্তা ব্যবহার করায় কক্সবাজারের টেকনাফে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে গুনতে হয়েছে জরিমানা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত টেকনাফ পৌরসভার থানার সামনে এ অভিযান চালানো হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী।

পাট অধিদপ্তরের পরিদর্শক পার্থ সারথি মুৎসুদ্দি ও থানা-পুলিশের একদল পুলিশ সদস্য।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, চাল, ডাল, ছোলাসহ নির্ধারিত কিছু পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলেও স্থাণীয় ব্যবসায়িরা পলিথিন ব্যাগ ব্যবহার করায় টেকনাফ পৌরসভার থানার সামনে মের্সাস মোহাম্মদ জুবাইর স্টোরের মালিক জামাল আহমদের চাউলের দোকানকে ২হাজার টাকা,মের্সাস আমির আহমদ স্টোরের মালিক নুর আহমদের চাউলের দোকানকে ৫হাজার টাকা, মের্সাস এনায়েতুর রহমান ষ্টোরের মালিক নুরুল আফসার ওষুধের দোকানকে ২০হাজার টাকা ও মের্সাস আব্দুল করিম স্টোরের মালিক আব্দুল বারীর চাউলের দোকানকে ৩হাজার টাকাসহ সবমোট ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হযেছে।

তিনি আরও বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০এর দুটি আইনে টেকনাফ থানার সামনে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় আরও কয়েকজন ব্যবসায়িকে সতর্ক করা হয়েছে।এ অভিয়ান অব্যাহত রয়েছে।


আরো খবর: