সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে দুই পলাতক আসামি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১২ জুন, ২০২২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার দুই পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে উপজেলার হ্নীলা ও নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,টেকনাফ উপজেলার নাইট্যংপাড়ার জালাল আহম্মদের স্ত্রী দিলারা বেগম ও মহেশখালীয়া পাড়ার মকবুল আহম্মদের ছেলে আব্দুল্লাহ।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল’অ্যান্ড মিডিয়া) অতিুক্তে পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নাইট্যংপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করা হয়। আটককৃত মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এছাড়া একইদিন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি আব্দুল্লাহ নামে এক যুবককে আটক হয়। তার বিরুদ্ধে থানায় মাদক,অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: