মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথ(আইস) উদ্ধার!

ডেস্ক নিউজ
আপডেট: মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

টেকনাফে দুই কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে এগুলো উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সকালে সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোরে মাদকের একটি চালান পাচারের উদ্দেশ্যে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগানে মজুতের খবর পাওয়া যায়। এরপর বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের আইস পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

উদ্ধার আইস বিজিবি সদরদফতরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে বলে জানান শেখ খালিদ।
বাংলা ট্রিবিউন


আরো খবর: