সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ডায়গোনষ্টিক সেন্টারে জরিমানা.চারটি প্রতিষ্টান সিলগালা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৮ মে, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ডায়গোনষ্টিক সেন্টার, ক্লিনিকসমূহের অভিযান চালানো হযেছে।

এসময় ল্যাব এইড প্যাথলজি সেন্টারকে ৫০হাজার টাকা জরিমানা করার পাশাপাশি হ্নীলা চেম্বারে স্বত্তাধিকারি স্মৃতি কণা দাশ.বাবুটি দাশ ডেলিভারি সেন্টার ও নুর ডেলিভারি সেন্টারকে সিলগালা করা হয়েছে।

আজ শনিবার দুপুর থেকে বিকেল পযন্ত উপজেলার হ্নীলায় এ অভিযান চালানো হয়েছে।অভিযানের নেত্বতে ছিলেন-টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু,উপজেলা স্বাস্থ্য কমপ্লে্ক্সের ও স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল,মেডিকেল কর্মকর্তা ও রোগ নিয়ন্ত্রক চিকিৎসক প্রণয় রুদ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, হ্নীলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের জ্যেষ্ট এমও চিকিৎসক শঙ্কর চন্দ্র দেবনাথ, উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা চিকিৎসক আজাদ মো নুরুল হোসাইন, দেলোয়ার হোসেন, থানা পুলিশের উপরিদশক(এসআই) সজীব প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোহাম্মদ কায়সার খসরু বলেন,অভিযানে একটি ডায়গোনষ্টিক সেন্টারকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।এরমধ্যে ল্যাব এইড প্যাথলজি সেন্টারকে সাময়িক সিলগালা করা হলেও অপর তিনটি হ্নীলা চেম্বার, বাবুটি দাশ ডেলিভারি সেন্টার ও নুর ডেলিভারি সেন্টারকে সিলগালা করা হয়েছে।পাশাপাশি হ্নীলা ডায়গোনষ্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়গোনষ্টিক সেন্টারের কাগজপত্র আপডেট থাকায় তাদের ধন্যবাদ জানানো হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: