শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৭ হাজার ইয়াবা জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কক্সবাজারের টেকনাফের সাবারাং জিরো পয়েন্টের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
বাংলাদেশ পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কাজী আল-আমিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে,বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশন কতৃক স্টেশন কমান্ডার লেঃ আশিক আহমেদ এর নেতৃত্বে সাবরাং জিরো পয়েন্টের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৮ আগস্ট) ভোররাতে অভিযান চলাকালীন সময়ে মেরিন ড্রাইভ সড়কের সাবরাং মুন্ডারডেইল ঘাট এলাকায় দুজন লোককে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্য থামার সংকেত প্রদান করে। এসময় লোক দুইজন একটি কালো পলিথিন ব্যাগ ফেলে মেরিন ড্রাইভ সড়কের পাশের ধান ক্ষেত দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা পরিত্যক্ত পলিথিন ব্যাগটি উদ্ধার করে তল্লাশী চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান,জব্দকৃত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর: