পাঁচ দিনের ব্যবধানে টেকনাফে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। এবার গরু চরাতে গিয়ে দুই রাখাল অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ে দুই জন ব্যক্তি অপহরণের শিকার হয়।
অপহৃত হলেন- টেকনাফের হোয়াইক্যং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ (৩২) ও কম্বনিয়া এলাকার ফিরুজের ছেলে নুর মোহাম্মদ (১৭)।
স্থানীয় ইউপি সদস্য মো. হাসান সময়ের আলোকে জানান, টেকনাফের হোয়াইক্যং দুই জন স্থানীয় ব্যক্তি পাহাড়ে গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের শিকারে বিষয়ে এখনও খবর পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এদিকে, গত বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে কক্সবাজারের টেকনাফে হ্নীলার পানখালী এলাকার পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে স্থানীয় পাচঁ কৃষক অপহরণের শিকার হয়। পরে মুক্তিপণের জন্য পরিবারের কাছে ত্রিশ লাখ টাকা দাবি করেছে অস্ত্রধারীরা।