শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মো. রিয়াজ (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

রিয়াজ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালি ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের, এফসিএন নং- ২৯১৫৯০, ব্লক-৬৬, শেড এর বাসিন্দা মো. জামালের ছেলে।

মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার সাড়ে ১২টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত টেকনাফ উপজেলা শহর থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়া উপজেলাস্থ বালুখালী পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল কর্তৃক টেকনাফ বিওপির দায়িত্বরত বিআরএম-৭ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বড়ইতলী ভিউ পয়েন্ট নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম শুরু করে।

তিনি আরও জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী সন্দেহভাজন একটি মাছের ট্রাক অস্থায়ী চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে ওই মাছের ট্রাকে আরোহিত ২০-২৫ জন জেলেকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তাদের মধ্যে পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন একজন জেলের স্বীকারোক্তিতে তার মাছের বালতির ভিতরে মাছের নিচে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও রিয়াজের কাছ থেকে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রিয়াজকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ মৎস্য ব্যবসার আড়ালে টেকনাফ থেকে কক্সবাজারে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

আটক রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


আরো খবর: