শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার সাবরাংয় ইউনিয়নের কুরাবুইজ্জ্যাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আকতার হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউনুছ ও চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোহেল।

ওসি বলেন, উপজেলার সাবরাংয় ইউনিয়নের কুরাবুইজ্জ্যাপাড়া এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সোমবার ভোররাতে পুলিশের দুটি টিম অভিযানে অংশ নেয়। পরে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তিন ডাকাত ইজিবাইকযোগে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের থেকে একটি দেশীয় বন্দুক, এক রাউন্ড গুলি ও লম্বা ছোরা, লম্বা রাম দা, কিরিচ ও লোহার রড জব্দ করা হয়েছে।

গ্রেফতাকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে টেকনাফ, রামু ও ফেনী সদর থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় আরো পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।


আরো খবর: