শিরোনাম ::
ঘুমধুম সীমান্তে ইয়াবা নিয়ে বাংলাদেশি-রোহিঙ্গাসহ ৪ মাদক চোরাকারবারি আটক মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরের আঙিনায় মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা রাজনীতি করার অধিকার হারিয়েছে আ.লীগ গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর!
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে আব্দুর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিহত যুবক আব্দুর রহমান টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। ছুরিকাঘাত আহত যুবক মো. সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার।

নুর ফাতেমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আমার ভাই আব্দুর রহমানকে একদল অস্ত্রধারী বাড়ি থেকে আমার ভাইকে ফোন করে ডেকে বের করেন।

পরে তাকে ধরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার খবর পেয়ে সালমান নামে আরো এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে। তিনি আরও বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল রাতে হোয়াইক্যং নয়াবাজার থেকে আব্দুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর: