বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রো (উত্তর) সহকারি পরিচালক রাহুলের নেতৃত্বে বিশেষ টিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঢাকা মেট্রো উত্তর কার্যালয়) উপপরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৬/১১/২০২৪ তারিখ সকাল থেকে ঢাকার যাত্রাবাড়ির টোল প্লাজা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং দুপুর ১৫.০০ টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নোয়া গাড়ি তল্লাশি করে গাড়ির একটি অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০,০০০/- (দশ হাজার) পিস ইয়াবাসহ গাড়িচালক মোঃ আবুল কালাম এবং ইয়াবার মালিক শফিকুল ইসলামকে গ্রেফতার করে ।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে ইয়াবা বিক্রি করছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব রাসেল আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।


আরো খবর: