কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ট্রলার জব্দ করা হয়। এ অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধের সৈকত পয়েন্ট সাগর দিয়ে মিয়ানমারে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরণের মালামাল পাচারের খবর পায় কোস্টগার্ড। এর পর অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তা থামার নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা মালামালসহ ট্রলারটি সাগরের গোলারচর পয়েন্টে ফেলে পালিয়ে যায়।’
লেফটেন্যান্ট শাকিব মেহবুব আরও বলেন, ‘ট্রলারে তল্লাশি চালিয়ে ৩০ বস্তা আলু, ৩৫ বস্তা পেঁয়াজ, ১৪ বস্তা রঁসুন, ৩০ বস্তা পেরেক (লোহা), ১৫ কার্টুন টিনের পেরেক, ৭৭টি টিন ও ৩৪ কেজি চা পাতা পাওয়া যায়। উদ্ধার করা মালামাল ও ট্রলার টেকনাফের কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’