টেকনাফ রোজারঘোনা এলাকায় র্যাব-১৫ এ অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার।
কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম রোজারঘোনা এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল গভীর রাতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টেরপেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে মোঃ জিয়ারুল হক (৩৯) নামের একজনকে গ্রেফতার করে। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রোজারঘোনা এলাকার হাজী ছৈয়দুল হকের পুত্র।
ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার বিষয়টি স্বীকার করে। তখন সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির দেহ, বসতঘর এবং আশপাশ এলাকা তল্লাশী করে ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। রবিবার ১৩ মার্চ Rab ১৫ এর সদর দপ্তরের সংবাদ মাধ্যমে এতথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করে।