হেলাল উদ্দিন, টেকনাফ::
কক্সবাজারের টেকনাফের ক্যান্সার, থ্যালাসেমিয়া লিভার সিরোসিস, স্ট্রোক, কিডনি ও প্যারালাইজসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৩জন অসহায় গরীব রোগী মানুষগুলোকে সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে চিকিৎসার খরচের টাকা পেয়েছেন।
বুধবার বিকেল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন, সমাজসেবা কার্যালয় সহকারী গিয়াস উদ্দিন প্রমূখ।
উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, উপজেলার গরিব অসহায় জটিল রোগে আক্রান্ত ২৩জন মানুষকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ১১লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতার সকলেই সবধরনের সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি শতভাগ উপকৃত হচ্ছে। গ্রামাঞ্চলের বড় বড় রোগে আক্রান্ত এসব রোগিরা। যার প্রমাণ হচ্ছে আজকের এ অনুদান প্রদান অনুষ্ঠান। সকলের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
অনুদান পাওয়া রোগীরা জানান, আজ আমরা ২৩জন বড় বড় রোগে আক্রান্ত রোগীকে এককাকালীন জনপ্রতি ৫০হাজার টাকা করে চিকিৎসার সহযোগিতার পাশাপাশি জটিল রোগ ক্যান্সার, থ্যালাসেমিয়া লিভার সিরোসিস, স্ট্রোক, কিডনি ও প্যারালাইজসহ অসহায় গরীব মানুষকে এসব অনুদান দেওয়াই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।