শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হারিয়ে গেছেন একদল পর্যটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে হারিয়ে গেছেন একদল পর্যটক


বোস্টন, ১৯ জুন – আটলান্টিক মহাসাগরের সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া পর্যটক নিখোঁজ হয়েছেন। কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। তবে তাদের উদ্ধারে তোড়জোড় শুরু হয়েছে।

বোস্টন কোস্টগার্ড বিবিসিকে জানিয়েছে, তারা আটলান্টিকের তলদেশে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

১৯১২ সালে দুই হাজার ২০০ যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে বরফখন্ডের আঘাতে ডুবে যায় ঐতিহাসিক জাহাজ টাইটানিক। দেড় হাজার যাত্রীর করুণ মৃত্যু হয়। ১৯৮৫ সালে এসে জাহাজটির সন্ধান মেলে। এরপর থেকেই এটি নিয়ে আগ্রহ দুনিয়াজোড়া।

এখন পর্যন্ত পর্যটকরা সাবমার্সিবল ব্যবহার করে সাগরের তলদেশে জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে যান। ওশানগেট এক্সপেডিশন্স নামের একটি বেসরকারি কোম্পানি জনপ্রতি আড়াই লাখ মার্কিন ডলারে আট দিনের প্যাকেজে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যায়।

কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের গভীরে রয়ে গেছে টাইটানিক।

এন এ/ ১৯ জুন





আরো খবর: