শিরোনাম ::
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ভয়ঙ্কর অবস্থায় রাজধানীর বায়ুদূষণ | SUN NEWS BANGLADESH নূরুল হক এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ-ইউকে-র আব্দুর রশিদ ভূঁইয়া স্মৃতি বৃত্তি-২০২৪ অনুষ্ঠান তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে একটি গোষ্ঠী আন্দোলনকে ‘হাইজ্যাক’ করে ক্ষমতায় বসেছে মঙ্গলবার গণঅবস্থান কর্মসূচির ঘোষণা | SUN NEWS BANGLADESH ডেস্কের কাছে নাক খুঁটেছে মাস্কের ছেলে, শতাধিক বছরের পুরনো ডেস্কই সরিয়ে দিলেন ট্রাম্প! ঝিনাইদহে ৩ জনকে হত্যার দায় স্বীকার করে খুদে বার্তা পেকুয়ায় চাঁদা না দেওয়ায় লবণমাঠের পলিথিন কেটে দিল দূর্বৃত্তরা পিকআপের ধাক্কায় পেকুয়ার দুই ডেকোরেশন শ্রমিক নিহত
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঝিনাইদহে ৩ জনকে হত্যার দায় স্বীকার করে খুদে বার্তা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫




ঝিনাইদহ, ২২ ফেব্রুয়ারি – ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘদিন অস্ত্রধারীদের প্রকাশ্যে কোনো আনাগোনা না থাকার পর হঠাৎ শুক্রবার রাতে তিন চরমপন্থিকে গুলি করে হত্যার ঘটনায় ফের আলোচনায় অবৈধ অস্ত্রধারীরা। এলাকাবাসীর ধারণা এটা হয়তো ১৫ বছর আগের শৈলকুপার রামচন্দ্রপুর শ্মশানঘাটের জাসদ গণবাহিনীর ৫ কর্মীকে গুলি ও জবাই করে হত্যার প্রতিশোধ বা নতুন করে সাম্রাজ্য দখলের চেষ্টা। কেননা এরই মধ্যে কুষ্টিয়া এলাকার জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে একটি ক্ষুদে বার্তা দিয়েছেন সংবাদকর্মীদের।

এতে লেখা রয়েছে, ‘ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশ্য়ে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারী, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুন্ডুনিবাসী হানিফ তাঁর দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’

নিহত তিনজন হলেন- ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদননগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডর হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু (২৮)। রাইসুলের মরদেহ ছিল ধান খেতের পানির মধ্যে। আর হানিফ ও লিটনের মরদেহের পাশে ছিল দুটি পালসার মটোরসাইকেল ও প্রত্যেকের হেলমেট। মাথায় ও বুকে ছিল গুলির আঘাত।

এদিকে হত্যাকাণ্ডের আগে নিহতদের প্রত্যেককে মোবাইলে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। যদিও তাদের পরিবারের সদস্যরা বলতে পারেনি কারা তাদের মোবাইলে কল দিয়েছিল।

জানা যায়, জনযুদ্ধের সামরিক কমান্ডার হানিফ ৯০ দশকে হরিণাকুন্ডু, ঝিনাইদহ সদর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় হত্যা ডাকাতির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। ৭ থেকে ৮ বছর ধরে হড়িনাকুণ্ডুর নারানকান্দি এলাকায় বাওড় দখল করে মাছ চাষ করে আসছিল হানিফ। ২০১৪ সালে তিনি জেল থেকে বের হন। আর ২০১৭ সালে ওই বাওড়ের মৎসজীবী সমিতির সভাপতি জিয়াউল হককে গুলি করে হত্যা করে বাওড়ের দখল নেন। সম্প্রতি বাওড় দখলকে কেন্দ্র করে কয়েকটি চরমপন্থি গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এসব কারণে জাসদ গণবাহিনী তাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শৈলকুপা থানায় আসা নিহতের স্বজনদের সঙ্গে কথা বল জানা যায়, হানিফ আলীর সঙ্গে সম্প্রতি ৫ আগস্টের পর হরিণাকুন্ডু উপজেলার রামদিয়া বাওড়ের দখল নিয়ে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার তিয়োড়বিল এলাকার বিএনপির কিছু মানুষের সঙ্গে বিরোধ তৈরি হয়। প্রায়ই তারা বাওড়ের মাছ মেরে নিত বলেও অভিযাগ ছিল। তবে তাদের পরিচয় জানা যায়নি।

নিহত হানিফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা বলেন, শুক্রবার বিকেলে ভাইয়ের মোবাইলে একটি কল আসে, এরপর কিছু না বলে সে বড়ি থেকে বেরিয়ে যান। পরে রাতে তার মৃতদেহ পাই।

তিনি বলেন, বাওড়ের মাছ ধরা নিয়ে স্থানীয় কিছু মানুষের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে হত্যাকাণ্ডটি হতে পারে।

রাইসুলের মামা লিটন হোসেন বলেন, রাইসুল বিকেল ৫টায় বাড়ি থেকে বের হয়। এরপর রাতে তারা সংবাদ পান রাইসুলকে হত্যা করা হয়েছে। রাইসুল এলাকায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না বলে তিনি দাবি করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, গুলিবিদ্ধ তিনটি মরদেহ শুক্রবার রাতেই উদ্ধার করে শৈলকুপা থানায় নিয়ে আসা হয়। নিহতের স্বজনরা তাদের নাম পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রস্ততি চলছে।

সূত্র: সমকাল
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: