শিরোনাম ::
র‌্যাবের পৃথক অভিযানে বিদেশী মদ-বিয়ার উদ্ধার,পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেফতার-৩ শান্তিপূর্ণভাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, নির্বাচিত হলেন যারা বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে উদ্ধার কক্সবাজারের ৩ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসার অভিযোগ তদন্তে আসছে উচ্চ পর্যায়ের টিম চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাবেক সাংসদের পিএসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা কক্সবাজার সদরে আবছার, মহেশখালীতে জয়নাল ও কুতুবদিয়ায় হানিফ নির্বাচিত সালমান খানের হাতে লেখা চিঠিতে কী লেখা আছে? সৃষ্টিকর্মে বেঁচে আছেন উখিয়ার নুরুল ইসলাম চৌধুরী হায়দরাবাদে ভারী বৃষ্টির কারণে শিশুসহ ৭ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের অবদান সাগরপাড়ের মানুষ কখনও ভুলবে না

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

এম.এ আজিজ রাসেল::

“নোঙর তুলে নিলে নরম মাটিতে পড়ে দাগ, নোঙর না মাটি, কার ছিল বেশী অনুরাগ?” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের বদলি জনিত বিদায় সংবর্ধনা। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার।

বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, কক্সবাজারের মানুষের মন বঙ্গোপসাগরে ন্যায় বিশাল। এই জনপদের মানুষ আমার হৃদয়ের মনিকোঠায় থাকবে আজীবন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম।

বক্তারা বলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ কক্সবাজারের উন্নয়নের অগ্রপথিক। তিনি সবক্ষেত্রেই ছিলেন মনোযোগী, পরিশ্রমী ও নিষ্ঠাবান। তিনি কক্সবাজারকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তাই তাঁর অবদান সাগরপাড়ের মানুষ কখনো ভুলবে না।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, কক্সবাজার থিয়েটারের পরিচালক স্বপন ভট্টাচার্য্য ও জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিলকী।

পরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোমুগ্ধকর কাব্যাভিনয় অনুষ্ঠিত হয়। এতে রাখাইন নৃত্য, কবিতা আবৃত্তি, নৃত্য, একক ও দলীয় গানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।

এসময় বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কক্সবাজার শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার, শব্দায়ন আবৃত্তি একাডেমি, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী ও শ্রুতি আবৃত্তি অঙ্গনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


আরো খবর: